কে এই জে.আর জিসান আলম ব্যাপারী
জন্ম ও পারিবারিক জীবনঃ-
মোঃ জিয়াউর রহমান জিসান
১৬ অক্টোবর ২০০৩ খ্রিঃ
৩১ আশ্বিন ১৪১০ বঙ্গাব্দ
১৯ শাবান ১৪২৪ হিজরী
রোজঃ বৃহস্পতিবার, সময়ঃ ভোর ৫ টা ২৫ মিনিট
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নিজপাড়া (গাবের ভিটা) গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলমগীর হোসেন, মাতার নাম মোছাঃ জেসমিন বেগম। তারা দুই ভাই। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। তার ছোট ভাই (মোঃ আবু জোবায়ের সানজিদ) কে তিনি অনেক ভালোবাসেন। রামজীবন ক্যাডেট একাডেমি অর্থাৎ হাবিব আদর্শ প্রি-ক্যাডেট স্কুল থেকে পিএসসি (২০১৬) তে ৫.০০ অর্জন করেন। পরবর্তীতে বাজারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি (২০১৯) পরীক্ষা দিয়ে ৪.৭৯ অর্জন করেন। তিনি বর্তমানে বাজারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (২০২২) পরীক্ষা দিচ্ছেন।
২০১৬ সালে শুরুর দিকে তিনি একাধিক ফেসবুক একাউন্ট খুলেন শখের বসে। পরবর্তীতে সব আইডি ডিলিট করে পার্সোনাল দুইটি আইডি চালায়। বর্তমানে তিনি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম (ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম) ইত্যাদি এর সাথে সম্পৃক্ত। মোঃ জিয়াউর রহমান জিসান নামটি একাউন্ট খোলার পর ইউজারনেম দিতে অনেক বড় মনে হওয়ায় পরবর্তীতে তিনি জিয়াউর রহমান এর পরিবর্তে জে.আর ব্যবহার করেন। এছাড়াও নামের শেষে তিনি ব্যাপারী দেন। এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকলে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এসে বলেন "এটা তার বংশের নাম" সেই সূত্র হতে তিনি নামের শেষে ব্যাপারী যোগ করেন।
চলাফেরাঃ- তিনি ধনি-গরীব, ছোট-বড় সহ বিভিন্ন পেশার মানুষের সাথে সবসময় চলাফেরা করেন। তিনি মনে করেন ছোট-বড় কোন বিষয় না সবার সাথে মিশলে অনেক কিছু শেখার পাশাপাশি অভিজ্ঞতাও বাড়ে। এছাড়াও তিনি ছোটদের অনেক স্নেহ-ভালোবাসা এবং বড়দের সম্মান দিয়ে থাকেন
রাজনৈতিক জীবনঃ- তিনি কোন রাজনৈতিক পেশার সাথে জড়িত না
তিনি যেমন সবাইকে স্নেহ-ভালোবাসা, সম্মান দেন ঠিক তেমনি এলাকার সবাই তাকেও অনেক অনেক স্নেহ-ভালোবাসা ও সম্মান দিয়ে থাকেন।
নোটঃ- পরিশেষে তিনি যেন আল্লাহর রহমতে আদর্শবান একজন মানুষ হতে পারেন। সবার কাছে এই দোয়া চান জে.আর জিসান আলম ব্যাপরী।
স্টাফ রিপোর্টার
গাইবান্ধা নিউজ ৭১, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
কোন মন্তব্য নেই