Time & Date

শামসুল হুদা সরকারের আত্মজীবনী



ছবি সংগ্রহঃ রামজীবন ইউনিয়নের সরকারি ওয়েবসাইট


যিনি নিজের জন্য এবং সন্তানদের ভবিষ্যতের জন্য তার আয়ের বিন্দু পরিমাণ অর্থ কিংবা গচ্ছিত কিছুই রাখেননি এবং রাখবেন না বলেছেন 

 যিনি কিনা নিজ ইউনিয়নের যেকোনো ব্যক্তি ইন্তেকাল করলে যত ব্যস্ততাই থাকুক না কেন আর রাত যত গভীরই হোক না কেন সবার আগেই সেই শোকার্ত পরিবারের পাশে গিয়ে সমব্যথীত হবার চেষ্টা করেন।

যার দিন শুরু হয় নিজ এবং প্রতিবেশী অন্যান্য ইউনিয়নের যাবতীয় অতীত এবং চলমান সমস্যা সমাধানের লক্ষ্যে।

যাকে কিনা,যে কারোর যেকোনো সমস্যা সমাধানে সবার আগে যেতে দেখি।

যার কাছে গরীব,ধনী,মুসলিম,হিন্দু,হরিজন সবাই সমান।তাকে কোনো দিন কারো সাথে বিন্দু পরিমাণ হিংসা, অহংকার কিংবা স্বার্থপরতা করতে দেখিনি।

যাকে কোনো দিন কারো দোষ বলতে দেখিনি কিন্তু অপরাধ ও অপরাধীর ব্যাপারে সত্য বলতে এবং কঠিন হতে দেখেছি।

দিন শেষে, নিজের বাড়ির জন্য খরচ না করে অভুক্ত অনাহারীকে রান্নার চাল কিনে দিয়ে, ফাঁকা খরচের ব্যাগ হাতে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরতে দেখেছি।

তিনি পরপর ২ বার চেয়ারম্যান পদে নির্বাচন করে  পরাজিত হয়েছেন এবারও ৭ নং রামজীবন ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।সবাই তার জন্য দোয়া করবেন।

তিনি নির্বাচিত হোন বা না হোন 
তার দরজা সবার জন্য সারা জীবন খোলা থাকবে।
এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই।
ইনশাআল্লাহ।

স্টাফ রিপোর্টার

জে.আর জিসান আলম

গাইবান্ধা নিউজ ৭১, সুন্দরগঞ্জ, গাইবান্ধা 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.