আল-আমিন থেকে ডিজে আল-আমিন হওয়ার গল্প
জন্ম ও পারিবারিক জীবন : মোঃ আল-আমিন হোসাইন। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুক বাজিত গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০২১ সালে ধনিয়ার কুড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন।
২০১৬ সালে শুরুর দিকে তিনি একাধিক ফেসবুক একাউন্ট খুলেন শখের বসে। পরবর্তীতে সব আইডি ডিলিট করে পার্সোনাল দুইটি আইডি চালায়। বর্তমানে তিনি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম (ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম) ইত্যাদি এর সাথে সম্পৃক্ত। তিনি অতীতে ফেসবুক একাউন্ট "DJ Alamin" নাম দিয়ে খুলে ছিলেন। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ডিজে নামটা তিনি শখ করে যোগ করেন। পরবর্তীতে তিনি ডিজে নামে পরিচিত হন। অনেকদিন থেকে ডিজে নামটি তিনি ব্যবহার করতেছেন না কিন্তু তারপরও ডিজে নামটা এতো পরিচিতি পায় এখনো তাকে সবাই ডিজে আল-আমিন নামেই চিনে
চলাফেরাঃ- তিনি ধনি-গরীব, ছোট-বড় সহ বিভিন্ন পেশার মানুষের সাথে সবসময় চলাফেরা করেন। তিনি মনে করেন ছোট-বড় কোন বিষয় না সবার সাথে মিশলে অনেক কিছু শেখার পাশাপাশি অভিজ্ঞতাও বাড়ে। এছাড়াও তিনি ছোটদের অনেক স্নেহ-ভালোবাসা এবং বড়দের সম্মান দিয়ে থাকেন
রাজনৈতিক জীবনঃ-
তিনি কোন রাজনৈতিক পেশার সাথে জড়িত না
তিনি যেমন সবাইকে স্নেহ-ভালোবাসা, সম্মান দেন ঠিক তেমনি এলাকার সবাই তাকেও অনেক অনেক স্নেহ-ভালোবাসা ও সম্মান দিয়ে থাকেন।
নোটঃ- পরিশেষে তিনি যেন আল্লাহর রহমতে আদর্শবান একজন মানুষ হতে পারেন। সবার কাছে এই দোয়া চান মোঃ আল-আমিন হোসাইন।
স্টাফ রিপোর্টার
গাইবান্ধা নিউজ ৭১, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
কোন মন্তব্য নেই