ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েও ক্যামেরুনের বিদায়, সুইজারল্যান্ড ২য় রাউন্ডে
কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে হারলো ব্রাজিল। শামিল হলো অঘটনের কাতারে। ‘জি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নেমেছিল ব্রাজিল। ক্যামেরুনের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল নামিয়ে ১-০ গোলে হেরেছে সেলেকাওরা। তবে বিপদ হয়নি ব্রাজিলের। কিন্তু এই জয়ের পরও বিদায় নিয়েছে ক্যামেরুন।
এই জয় দিয়ে ইতিহাস গড়েছে ক্যামেরুন। আফ্রিকা মহাদেশের কোনো দল হিসেবে প্রথমবার তারা হারালো পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। তবে এই জয়ের পরও পয়েন্ট তালিকার দুইয়ে আসতে পারেনি আবুবক্করের দল। সার্বিয়ার বিরুদ্ধে ড্র ও ব্রাজিলের বিরুদ্ধে জয় দিয়ে ৪ পয়েন্ট তাদের। অন্যদিকে ক্যামেরুনকে হারিয়ে এগিয়ে থাকা সুইজারল্যান্ড আজ সার্বিয়াকে হারায়। ফলে ব্রাজিলের সমান ৬ পয়েন্ট তাদের। গোল ব্যবধানে দুইয়ে থেকে শেষ ষোলোতে গেল সুইসরা।
ম্যাচে ৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে আবু বকরের হেড দেওয়া বলটি এইডারসনকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়। এরপর টি শার্ট খোলার কারণে লাল কার্ডও দেখেন তিনি।
স্টাফ রিপোর্টার
কোন মন্তব্য নেই