Time & Date

সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের নিয়ম ও সময়সূচী

 


নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের ভোটাধিকার রয়েছে আর ভোট প্রদানের ক্ষেত্রে অবশ্যই নাগরিকত্বের প্রমাণ থাকতে হবে। আর এই নাগরিকত্বের প্রমাণ হিসেবে এন.আই.ডি কার্ড থাকা প্রত্যেক নাগরিকের প্রয়োজন। বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে এন.আই.ডি এর পরিবর্তে দেওয়া হচ্ছে স্মার্ট কার্ড। দেশের প্রায় প্রত্যেক ইউনিয়ন কার্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়নগুলোতে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে এবং বিতরণ প্রায় শেষের দিকে। বাদ পড়া ইউনিয়নের মধ্যে সর্বানন্দ ও রামজীবন।

 অবশেষে আগামী ২৬ ফেব্রুয়ারী ২০২৩ থেকে ০৭ মার্চ ২০২৩ পর্যন্ত রামজীবন ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ শুরু হতে যাচ্ছে। নির্বাচন অফিসার মোঃ সেকেন্দার আলীকে ফোন দিয়ে জানা গেছে শুধুমাত্র পুরাতন ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ করা হবে আর নতুন ভোটাররা পাবে আগামী ২ বছর এর মধ্যে বা পরে আর যখন নতুন ভোটাররা পাবে তখন জানিয়ে দেওয়া হবে। স্মার্ট কার্ড নেওয়া প্রত্যেকটি নাগরিকের জন্য ১০০% প্রয়োজন। স্মার্ট কার্ড নিতে ভোটারকে স্ব-শরীরে স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রে হাজির হতে হবে এবং পূর্বের এন.আই.ডি কার্ড জমা দিতে হবে। আর যাদের পূর্বের এন.আই.ডি কার্ড হারিয়ে গেছে তাদের সোনালী ব্যাংকে ৩০০ টাকার ফি এবং ৪৫ টাকার ভ্যাট ট্রেজারি চালানের মাধ্যমে প্রদান করতে হবে। স্মার্ট কার্ড পাওয়া প্রত্যেকটি নাগরিকের অধিকার। এক্ষেত্রে সকল প্রকার লেনদেন নিষিদ্ধ। লেনদেনের ক্ষেত্রে কেউ জড়িত থাকলে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিন অথবা নিকটস্থ থানায় জানিয়ে দিন


স্টাফ রিপোর্টার

জে.আর জিসান আলম

গাইবান্ধা নিউজ ৭১, সুন্দরগঞ্জ, গাইবান্ধা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.