ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ আগুন
বাংলাদেশে কাপড়ের অন্যতম প্রধান একটি মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
ভোর ৬টা ১০ মিনিটে এই আগুন লাগার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
কিন্তু কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বঙ্গবাজারের ব্যবসায়ীরা বলছেন সেখানে প্রায় চার হাজারের মতো দোকান আছে।
আগুনের ঘটনা জানার পর ঢাকা এবং আশেপাশের জেলার সবগুলো ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ শুরু করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিসের ৪৩টি ইউনিট আগুন নেভানোর কাজ করছিল।
আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে সেনাবাহিনীর ইউনিটও। ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানাচ্ছেন, বঙ্গবাজার এবং আশেপাশের মার্কেটগুলোতেও আগুন ছড়িয়ে পড়েছে।
মার্কেট ও আশেপাশের এলাকায় আগুন দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। ভয়াবহতা দেখে বোঝা যাচ্ছে যে এই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।
বঙ্গবাজার পাইকারি ও খুচরা কাপড়ের জন্য বাংলাদেশের প্রধান ও পরিচিত মার্কেটগুলোর একটি।
গত মাসের সাতই মার্চ ঢাকার সিদ্দিক বাজারে একটি বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ১৯ জন নিহত হয়েছিল।
আবু জাফর নামে এক ব্যক্তি সাংবাদিকদের জানিয়েছেন, বঙ্গবাজারে তার দুটো দোকান আছে এবং তিনি সেখানে ২৪ বছর ধরে ব্যবসা করছেন।
"ঈদের আগে দোকানে ৪০ লক্ষ টাকার মালামাল তুলেছিলাম। সব শেষ হয়ে গেছে," আবু জাফর।
আরেকজন ব্যক্তি বলেছেন, তার খালাতো ভাই, মামাতো ভাই- সবার মিলে একশোর বেশি দোকান আছে। এটাই তাদের আয়ের উৎস এবং তাদের পরিবার এই আয়েই চলে।
"দোকান থেকে কিচ্ছু বের করতে পারি নাই। নিঃস্ব হয়ে গেলাম ভাই," সাংবাদিকদের বলেন সে ব্যবসায়ী।
এর আগেও ঢাকার বঙ্গবাজারে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে।
স্টাফ রিপোর্টার
কোন মন্তব্য নেই