দাফনের সময় খবর এলো জিপিএ-৫ পেয়েছে মামুন
দাফনের সময় খবর এলো মামুন জিপিএ ৫ পেয়েছে। সবাই যখন ভালো ফলাফল পেয়ে মিষ্টি নিয়ে উৎসব করতেছিল, মামুন তখন কবরের পথে রওনা দিয়েছে।
এর থেকে বেদনাজনক কী হতে পারে!
রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী মামুন রক্তশূণ্যতায় ভূগে মারা যায়,
রংপুর জেলা স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল আব্দুল্লাহ আল মামুন। গতকাল শুক্রবার ফল প্রকাশের পর জানা যায় জিপিএ-৫ পেয়েছে সে। কিন্তু ভালো ফলের এই আনন্দ যেন নিতে পারছে না সহপাঠী, শিক্ষক বা পরিবারের কেউই। কারণ স্কুলে যখন আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা হচ্ছে, অন্যদিকে তখন দা'ফ'ন করা হচ্ছে মামুনের লাশ।
আব্দুল্লাহ আল মামুনের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাংগিরহাট বামন দিঘি নিজ গ্রামে। সেখানেই পারিবারিক ক'বরস্থানে সকাল ১০টার দিকে তার ম'রদেহ দা'ফন করা হয়। তার বাবা মোস্তফা জামান ও মা আরজিনা বেগম। দুই ভাইয়ের মধ্যে সেই বড়। মামুনের পরিবার বলছে, দীর্ঘদিন ধরে র'ক্ত শূ'ন্যতায় ভুগছিল মামুন। গত পরশু বৃহস্পতিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে!
"আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে।"
আমিন
তথ্যসূত্রঃ ফেসবুক
কোন মন্তব্য নেই