Time & Date

মাত্র ৫ মিনিটের আদালত ! মাওঃ মোঃ দেলোয়ার হোসেন সাঈদী

 

আল্লাহ আর সহ্য হয় না😢



Copyrigt: Masood Sayedee - মাসুদ সাঈদী

মাত্র ৫ মিনিটের আদালত !

আজ যাকাতের ৫ লক্ষ টাকা আত্নসাতের হাস্যকর ও মিথ্যা মামলায় আমার আব্বা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আদালতে হাজির করেছিল। সকাল ৬:৩০ মিনিটে গাজিপুর থেকে আব্বাকে নিয়ে রওনা করেছিল কারা কর্তৃপক্ষ। আড়াই ঘন্টা যাত্রা শেষে সকাল ৯টার দিকে আব্বাকে বহনকারী গাড়ি পৌঁছায় বখশিবাজারস্থ আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে। বিচারক আদালত এসে বসেছেন ১০:৩৫ মিনিটে। সরকার পক্ষ উঠে দাঁড়িয়ে বললেন, 'মাননীয় আদালত! আজ স্বাক্ষীর জন্য মামলার দিন নির্ধারিত ছিল। কিন্তু আমাদের স্বাক্ষী আসে নাই। তাই আমাদেরকে আবার নতুন করে সময় দেয়া হোক।' আদালত শুনলেন, মানলেন এবং পরবর্তী তারিখ নির্ধারন করে দিলেন আগামী ২৫ মে ২০২২। সব মিলিয়ে আদালত চলেছে মাত্র ৫ মিনিট!! এই ৫ মিনিট শেষে প্রায় আড়াই/তিন ঘন্টা পথ পেরিয়ে কারাগারে ফিরিয়ে নেয়ার জন্য আব্বাকে নিয়ে আবারো রওনা করলো গাড়ি।

মাত্র এই ৫ মিনিটের আদালতের জন্য আব্বাকে প্রায় ৭ ঘন্টার জার্নি করিয়ে আনা হয়েছিল! আহা! ৮৩ বছর বয়স্ক এই মানুষটাকে এই কষ্টটা না দিলে কি হয় না????

আর কত! আর কত জুলুম সইতে হবে?

পূর্ব থেকেই আদালতের অনুমতি থাকায় আব্বাকে আদালতে আনার কিছুক্ষণ পরেই আমি আদালতে প্রবেশ করেছিলাম। আব্বার সাথে একেবারে সামনাসামনি বসে ২৬ মাস পর এই প্রথম দেখা। আমি আব্বার হাত ধরলাম। আব্বার হাতে চুমু খেলাম। আব্বার পবিত্র কপালে দিলাম লম্বা এক চুমু।

আহ্ কি অনাবিল প্রশান্তি। ঠিক সেই মুহুর্তে পৃথিবীর সবচে' সুখী আর সৌভাগ্যবান মানুষ মনে হয়েছে নিজেকে।

স্টাফ রিপোর্টারঃ জে.আর জিসান আলম

গাইবান্ধা নিউজ ৭১, গাজীপুর, ঢাকা


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.