Time & Date

আজ আদালতে যা বলেছেন আল্লামা সাঈদী

 আজ আদালতে যা বলেছেন আল্লামা সাঈদী

তারিখঃ ১২ মে ২০২২ খ্রিঃ, ২৯ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ


Copyright: Masood Sayedee - মাসুদ সাঈদী

রাজনৈতিক মিথ্যা ও হয়রানীমূলক মামলায় আজ ১২ মে ২০২২ তারিখে আমার পরম শ্রদ্ধেয় পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ঢাকার বখশীবাজারস্থ আলিয়া মাদরাসা ময়দানে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে হাজির করা হয়।


আমার আব্বা আল্লামা সাঈদী দীর্ঘ ১২ বছর যাবৎ কারাগারে বন্দিজীবন যাপন করছেন। তার বয়স এখন ৮৩ বছর। ৪৪ বছর যাবৎ তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত। তার হার্টে ৫টি রিং বসানো আছে। তিনি আথ্রাইটিস ও ফ্রোজেন শোল্ডারেও ভুগছেন। শারিরীক ও বয়সজনিত কারনে অসুস্থ ও দুর্বল হলেও তিনি মানসিকভাবে অত্যন্ত দৃঢ় আছেন আলহামদুলিল্লাহ। তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন এবং তার জন্য দোয়া করতে বলেছেন।


আদালতে আইনজীবীদের সাথে কথা বলার সময় তিনি বলেন, 'আমি আমার জন্য ভাবি না। ভাবি দেশের জন্য, দেশের মানুষের জন্য।'


'আমি কোন অন্যায় করিনি। আমাকে কুরআনের ময়দান থেকে দূরে সরিয়ে রাখার জন্য মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি রাখা হয়েছে। আল্লাহ আমার ঈমানের পরীক্ষা নিচ্ছেন। আমি যেন এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি- সে জন্য আমি দেশবাসীর নিকট দোয়া চাই।'


'আমি বিশ্বাস করি আদালতে আখেরাতে আল্লাহ তায়ালা ন্যায় বিচার করবেন। সেদিন ষড়যন্ত্রকারীরা কেউ রেহাই পাবেনা। দুনিয়ার জীবন অতি সামান্য। আমি আখেরাতের সফলতা চাই।

কোন জালেমকে আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহর পাকড়াও অনেক কঠোর। তিনি সুযোগ দেন। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত যখন আসে তখন কঠোরভাবেই আসে।'


আল্লামা সাঈদী বলেন, 'আল্লাহ যার সাহায্যকারী হয়ে যান, তার তো কিছুই লাগেনা। বাংলাদেশ শহীদের রক্তে রঞ্জিত জমিন। এ জমিন থেকে আল্লাহর দ্বীনকে কেউ নির্বাপিত করতে পারবে না।ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমি সর্বদাই দোয়া করি আল্লাহ যেন এ জমিনকে ইসলামের জন্য কবুল করেন।'


আমি আমার আইনজীবীদের জন্য দোয়া করি, 'তারা সত্যের পক্ষে আমার পাশে দাঁড়িয়েছে। আল্লাহ যেন আমাদেরকে একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন।'


আদালতের কার্যক্রম শেষে  কারাগারের উদ্দেশ্যে গাড়িতে উঠার আগে আবারো তিনি আইনজীবীদের মাধ্যমে দেশবাসীকে সালাম জানান।

স্টাফ রিপোর্টারঃ জে.আর জিসান আলম

গাইবান্ধা নিউজ ৭১, ঢাকা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.