Time & Date

শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং শেখাবে ছাত্রলীগ।

ছাত্রলীগের উপ-বিজ্ঞান সম্পাদক সবুর খান কলিন্স বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনের সদস্যপদ নেওয়ার মাধ্যমে সারা বিশ্বের তথ্য প্রযুক্তির সঙ্গে সেতুবন্ধন রচনা করেছিলেন। ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাঙালি জাতিকে তিনি স্যাটেলাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন৷  


তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা ২০০৮ সালের ১২ ডিসেম্বর ক্ষমতায় আসার পর থেকে মোবাইল ও কম্পিউটারকে সহজলভ্য করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এ দেশের সাধারণ মানুষকে তিনি তথ্য-প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী তরুণ সমাজ গড়ে তোলার জন্য ইন্টারনেটসহ তথ্য-প্রযুক্তির সব পণ্যকে সহজলভ্য করে তোলা হয়েছে। 


তিনি আরও বলেন, সরকার রেমিট্যান্স যোদ্ধা হিসেবে তাদের সম্মান এবং মর্যাদা দিয়েছে। আমাদের রেমিট্যান্সের অন্যতম একটি উৎস হয়ে উঠছে ফ্রিল্যান্সিং। এর মাধ্যমে আমাদের তরুণ সমাজ দেশে বসেই বৈদেশিক অর্থ আয়ের সুযোগ পাচ্ছে৷ আর এ কাজের জন্য ছাত্রলীগের সব নেতাকর্মীকে এগিয়ে আসতে হবে।


তথ্যসূত্রঃ Abdullah Al Jaber (Admin of Cyber71)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.