চাঁদের পাশে দেখা মিললো শুক্র গ্রহের
আবার অনেকে বলতেছে এটি একটি গ্রহ। যার নাম শুক্র।
চাঁদ এবং শুক্র গ্রহ!
আজ সন্ধ্যায় পশ্চিম আকাশে দুদিন বয়সের চাঁদ ও তার নিচে একটা তারা অনেকেই দেখেছেন। এটা তাঁরা নয়, খালি চোখে দৃশ্যমান সবচেয়ে উজ্জ্বল গ্রহ। মানে শুক্র গ্রহ বা Venus, সন্ধ্যায় যার নাম সন্ধ্যা তারা। শুক্র আসলে চাঁদের পেছনে ঢাকা পড়েছিল এবং যখন দেখতে পেয়েছেন, মাগরিবের সময়, তখন সে বেরিয়ে আসছে। চাঁদ দিয়ে শুক্রের গ্রহণ! চাঁদ, শুক্র ও পৃথিবী কক্ষপথে একই সরলরেখায় এসেছিল আজ। জ্যোতির্বিদ্যায় যা syzygy নামে পরিচিত। চাঁদের সাথে গ্রহদের একই রেখায় আসা বিরল ঘটনা নয়। তবে শুক্রের উজ্জ্বলতা বেশি বলে সহজেই নজরে এসেছে।
পৃথিবীর কোনো জায়গা থেকে দৃষ্টিরেখা (line of sight) বরাবর যদি একই সরলরেখায় চাঁদ ও শুক্র এসে পরে, তাহলে চাঁদের আড়ালে শুক্রকে ঢাকা পড়তে দেখা যায়, চাঁদের এরকম অন্য মহাজাগতিক বস্তুকে ঢেকে দেওয়াকে বলা হয় চাঁদের আড়াল বা Lunar Occultation.
চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে বলে, আমরা দেখি আকাশের গায়ে চাঁদ ক্রমশ পুবে সরে যাচ্ছে, এই সরে যাওয়ার পথেই আজ সে আড়াল করে ফেল শুক্রকে, আর পৃথিবীর ঠিক যে যে জায়গা থেকে এই আড়ালের পথটা মিলে যাবে সেখানেই দেখা যাবে occultation.
শুক্র গ্রহকে সন্ধ্যা বেলায় উজ্জ্বল তারকার (star) মত দেখা যায়। এজন্য সন্ধ্যা বেলায় আকাশে দৃশ্যমান এ গ্রহটিকে সন্ধ্যা তাঁরা (evening star) বলে। অপরদিকে শুক্র গ্রহকে ভোর বেলায় উজ্জ্বল তারকার (star) মত দেখা যায়। এজন্য ভোর বেলায় আকাশে দৃশ্যমান এ গ্রহকে শুক তারা (morning star) বলে।
স্টাফ রিপোর্টার
গাইবান্ধা নিউজ প্রতিনিধি
কোন মন্তব্য নেই