Time & Date

আজ ৮ এপ্রিল সূর্য গ্রহণ - দিন হবে রাতের মতো অন্ধকার

 


২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণের তারিখ: ০৮ এপ্রিল, ২০২৪ প্রথম সূর্যগ্রহণের সময়: ৯.১২ এবং ১.২৫ মধ্যরাতে শেষ হবে সূর্যগ্রহণের মোট সময়কাল: ৪ ঘণ্টা ৩৯ মিনিট প্রথম সূর্যগ্রহণ সূতক সময়কাল- ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। এই কারণে এই সূর্যগ্রহণের সূতক সময় ভারতে বৈধ হবে না।

এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের সূচনাতেই সংগঠিত হবে বছরের প্রথম সূর্য গ্রহণ। ৫০ বছর পর এ বছর গ্রহণের সময়কাল এত দীর্ঘ হতে চলেছে। ৮ এপ্রিল সূর্য গ্রহণ, মোচ ৪ ঘণ্টা ২৫ মিনিটের জন্য ঢাকা পড়বে সূর্য। আবার সাড়ে সাত মিনিটের জন্য পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে।--! এই রাত- বা দিন গাড়ি এক্সিডেন্ট সহ বিভিন্ন দূর্ঘটনা ঘটতে পারে। অনেক মানুষ মা*রা ও যেতে পারে -! 

আপনারা এই রাত/ দিন টি মেনে চলবেন! 

ভুল কাজ থেকে বিরত থাকবেন দোয়া রইলো সবার জন্যে 🖤

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.